nagorikkanthanagorikkantha

বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ খুলনা পরিষদের আঞ্চলিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগরীর বসুপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মুফতি মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও খুলনা মহানগরী সভাপতি ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও সাংবাদিক, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত আলোচক, মানবাধিকার খবরের সহকারী সম্পাদক মাওলানা মোহাম্মাদ আবুবকর সিদ্দীক আদদাঈ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণা বিভাগের অন্যতম সদস্য দারুল কুরআন সিদ্দীকিয়া কামিল মাদরাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুফতি মাওলানা আনোয়ার হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আলেমদের মানবতার কল্যাণে সবাইকে একসাথে কাজ করে যাওয়ার আহবান জানান, সেই সাথে দলমত নির্ভিশেষে জংগিবাদ, শিরক ও বেদয়াতমুক্ত সমাজ গড়তে সকল ওলামায়ে-কেরামদের ঐকবদ্ধ ভূমিকা ও পরিষদের মজবুতি ও বিস্তৃতিতে নিবেদিত হয়ে ভূমিকা রাখতে গুরুত্বারোপকরেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর সহ সভাপতি মুফাসসির মাওলানা মহিউদ্দীন, খুলনা জেলা সভাপতি, খুলনা জেলা ইমাম পরিষদের কোষাধক্ষ্য হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ হেলালী, নগর সহ সম্পাদক ক্বারী মাওলানা মেহেদী হাসান কাওসারী, জেলা সহ সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরী, নগর প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান প্রমুখ।

০২ নভেম্বর, ২০১৭ ১৩:৫৪ পি.এম