nagorikkanthanagorikkantha

নজরুল বাংগালী রচিত প্রকাশনা উৎসব-১৭ এ তিনটি বই এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তেন।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: শওকাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টম’র অতিরক্ত কমিশনার জাকির হোসেন ও বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম।

নজরুল বাঙগালী রচিত সৃতিতে অম্লান মুক্তিযুদ্ধ একাত্তর, এ মন খুজে তারে ও যেন হ্রদয় ছুয়ে যায় নামে ৩ টি বইএর মোড়ক উম্মেআচন করা হয়। প্রকাশনা উৎসব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই এর শিল্পিরা সঙগীত পরিবেশন করেন।

১১ নভেম্বর, ২০১৭ ১৬:২৪ পি.এম