nagorikkanthanagorikkantha

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় কৃষি দিবস ২০১৭ উপলক্ষ্যে র‌্যালি ও ব্ক্ষৃরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে (১৬ নভেম্বর ২০১৭) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ হয়।

পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম সংলগ্ন প্রবেশমুখে একটি বৃক্ষরোপণ করেন। নোবিপ্রবি কৃষি বিভাগের আয়োজনে কর্মসূচিসমূহে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভূঞাঁ, বিভাগের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

১৬ নভেম্বর, ২০১৭ ১৬:৪০ পি.এম