nagorikkantha

চলতি বছর শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। বছরের এই শেষ সময়ে এসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে তেজিভাব দেখা দিয়েছে। মূলত মার্কিন সিনেট কর সংস্কার বিল অনুমোদন দেয়ায় ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়েছে। এর জের ধরে স্বর্ণের বাজারে তেজিভাব দেখা দিয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্থানীয় সময় শুক্রবার দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২ ৬৭ ডলার ৮ সেন্টে। এর আগে ১২ ডিসেম্বর স্বর্ণের দাম চলতি মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যায়। ওইদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৪১ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছিল। তবে চলতি বছরে এ পর্যন্ত স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। গত সেপ্টেম্বর পণ্যটির দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়। ওই সময়ে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৪০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে পরবর্তী সময়ে দাম বৃদ্ধির বদলে উল্টো স্বর্ণের বাজারে দরপতন ঘটে।

এদিকে শুক্রবার ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে রুপার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১৬ ডলার ১৭ সেন্টে বেচাকেনা হয়। এ ছাড়া প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলার ৫০ সেন্টে বেচাকেনা হয়। সূত্র : রয়টার্স ও মার্কেট ওয়াচ।

২৪ ডিসেম্বর, ২০১৭ ১১:৩২ এ.ম