nagorikkantha

শেরপুর শহরের সজবরখিলা এলাকায় এক শিক্ষক দম্পতির ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির সীমানা দেয়ালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার বেলা ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত তাহমিদ হোসেন (৪) ওই এলাকার রতন মাস্টারের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, শিক্ষক দম্পতির অনুপস্থিতিতে ওই শিশুকে খুন করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।