nagorikkantha

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

রোববার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয়ের পর এমন অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

তাবিথ বলেন, উত্তর সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্বাচনী বিধি মোতাবেক সোমবার মনোনয়ন ফরম জমা দিবো। তখন দল থেকে নির্ধারণ করা হবে ডিএনসিসিতে কে হচ্ছেন প্রার্থী।

গতবার নির্বাচন চলাকালীন সময় ভোট বর্জন করেছেন এ ব্যাপারে জানতে চাইলে তাবিথ বলেন, আগে দল থেকে মনোনয়ন কনফার্ম হোক। তারপর আগামী নির্বাচন ও গত নির্বাচন নিয়ে কথা বলবো।

যদি দল থেকে মনোনয়ন না পান তখন দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করব।

ইতোমধ্যে আরো ৪ জন মনোনয়ন কিনেছেন। তারা হলেন, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহিদ সুমন। সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম। কাইয়ুমের পক্ষে মনোনয়ন কিনেছেন উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুর বাসিত আনজু।

১৪ জানুয়ারী, ২০১৮ ১৫:৪৭ পি.এম