nagorikkantha

নতুন ৩১টি শাখা খুলছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএচবিএফসি)। বর্তমানে কার্যালয়সহ সংস্থাটির শাখার সংখ্যা ২৯।

নতুন ৩১টি শাখা চালু হলে সংস্থাটির মোট শাখার সংখ্যা হবে ৬০টি। গেল সোমবার বিএইচবিএফসিকে নতুন শাখা খোলার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নতুন শাখাগুলো তিন শ্রেণির হবে। সূত্র বলছে, নতুন শাখা খোলা হলেও সেখানে নতুন করে জনবল নিয়োগের প্রয়োজন হবে না।