nagorikkantha

ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুই-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন। 

সোমবার ল্যাবএইড হাসপাতালের মুখপাত্র (এজিএম, করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন বলেন, ‘তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আশা করছি দুই একদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।’

গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আইভী। তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে গত মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।