nagorikkantha

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করবে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। আপনার/আপনাদের যদি নিজস্ব কোন প্রকল্প থাকে। সেই প্রকল্পকে সমৃদ্ধ করার জন্য, আপনিও এই অনুদানের আবেদন করতে পারেন।

স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ
ছোট প্রকৃতির উদ্ভাবনী কাজের প্রকল্পের জন্য সর্বোচ্চ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দেয়া হবে।
মধ্যম প্রকৃতির উদ্ভাবনী কাজের প্রকল্পের জন্য ৫,০০,০০১/- (পাঁচ লক্ষ এক) টাকা হতে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দেয়া হবে।
বড় ধরণের উদ্ভাবনী কাজের প্রকল্পের জন্য ১০,০০,০০১/- (দশ লক্ষ এক) টাকা হতে ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা পর্যন্ত দেয়া হবে।
আইসিটি বিভাগ আয়ােজিত বিভিন্ন ইভেন্ট/উৎসবে পুরস্কার প্রাপ্ত বিভিন্ন উদ্ভাবনীমূলক প্রকল্পে অনুদান প্রদানে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
আইসিটি খাতে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম এমন উদ্ভাবনীমূলক প্রকল্প হতে হবে।
আইসিটি খাতে দেশের জনসেবায় অবদান রাখতে সক্ষম এমন উদ্ভাবনীমূলক প্রকল্প হতে হবে।
আইসিটি শিল্পের বিকাশে ভূমিকা রাখতে সক্ষম এমন উদ্ভাবনীমূলক প্রকল্প হতে হবে।
অভিনব উদ্ভাবনের মাধ্যমে নতুন সেবা সৃষ্টি করতে সক্ষম এমন উদ্ভাবনীমূলক প্রকল্প হতে হবে।
জনস্বার্থে সরকারি সেবা খাতে সরকারি সংস্থার মাধ্যমে দ্রুত সেবা প্রদানে সক্ষম এমন উদ্ভাবনীমূলক প্রকল্প হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: শুধুমাত্র বাংলাদেশীদের জন্য প্রযোজ্য।