nagorikkantha

অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দুই রীতিতে তাদের বিয়ে হয়। ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

এ উপলক্ষে ভারতের গোয়ার ডাব্লিউ রিসোর্টে জমকালো আয়োজন করা হয়। জানা গেছে, এ জুটির বিয়েতে খরচ হচ্ছে ১০ কোটি রুপি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ইয়ে মায়া চেসাভ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের বিষয়টি সামান্থা স্বীকার করেন। গত জানুয়ারিতে বাগদান সারেন নাগা ও সামান্থা।

০৮ অক্টোবর, ২০১৭ ১২:৪৬ পি.এম