nagorikkantha

যশোরের বেনাপোল দিয়ে অবৈধ্যভাবে সীমান্ত অতিক্রম করার সময়ে বিজিবি সদস্যরা ১৩ জন নারী পুরুষকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, তিন জন মহিলা ও একজন শিশু রয়েছে। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক আরিফুজ্জামান বলেন, বেনাপোল আন্তজার্তিক বিজিবি পোষ্টের সদস্যরা গোপন সংবাদদের মাধ্যমে জানতে পারে সীমান্ত অতিক্রম করার জন্য সাদিপুর এলাকায় ১৩ জন নারী পুরুষকে একত্রিত করে রাখা হয়েছে। এসময়ে সেখানে অভিযান চালিয়ে ১৩ জন নারী পুরুষকে আটক করা হয়। আটককৃতদের সবার নামে অবৈধ্য সীমান্ত অতিক্রমের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিজিবি কর্তৃক আটক ১৩ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ অক্টোবর, ২০১৭ ১৫:৪৬ পি.এম